ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মিঠাপা‌নির সেই কু‌মিরটি গাজীপুর সাফারি পা‌র্কে অবমুক্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
মিঠাপা‌নির সেই কু‌মিরটি গাজীপুর সাফারি পা‌র্কে অবমুক্ত  গাজীপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পা‌র্কে অবমুক্ত করা হচ্ছে মিঠা পানির কুমিরটি

গাজীপুর: পাবনা থে‌কে উদ্ধার হওয়া মিঠা পা‌নির স্ত্রী কু‌মিরটি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পার্কে অবমুক্ত করা হ‌য়ে‌ছে। 

বুধবার (১৩ ফেব্রুয়া‌রি) সকা‌লে কু‌মির‌টি সাফারি পা‌র্কের এক‌টি পুকু‌রে অবমুক্ত করা হয়।  

বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পা‌র্কের সহকারী বন সংরক্ষক মো. ত‌বিবুর রহমান বাংলানিউজকে বলেন, রাজশাহী বনবিভাগ থে‌কে সকা‌লে মিঠা পা‌নি স্ত্রী কুমির‌টি গাজীপু‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পা‌র্কে আনা হয়।

প‌রে সকাল ৯টার দি‌কে কু‌মির‌টি পা‌র্কের ভেতর এক‌টি পুকু‌রে অবমুক্ত করা হয়। কু‌মির‌টি প্রায় সা‌ড়ে ৭ ফুট লম্বা।  

এসময় উপ‌স্থিত ছি‌লেন বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পা‌র্কের সহকারী বন সংরক্ষক মো. ত‌বিবুর রহমান, বন্যপ্রাণী চি‌কিৎসক জুলকার নাইন, সুপার ভাইজর আ‌নিছুর রহমানসহ সাফারি পা‌র্কের কর্মকর্তারা।  

এর আ‌গে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পদ্মা নদী থেকে জে‌লে‌দের জালে বিলুপ্তপ্রায় মিঠা পানির ওই কুমিরটি উদ্ধার করা হয়। প‌রে কু‌মির‌টি রাজশাহী বনবিভাগের নিয়ে যাওয়া হয়। সেখান থে‌কে বুধবার সকা‌লে আনা হয় বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পা‌র্কে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৩, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।