ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু অর্থায়নে অগ্রগতি ও স্বচ্ছতার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
জলবায়ু অর্থায়নে অগ্রগতি ও স্বচ্ছতার দাবিতে মানববন্ধন

বরিশাল: প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের ধারণাপত্র পাঠ করেন ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য ফাইয়াজ আহম্মেদ।

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন মানবাধিকার ও সমাজকর্মী ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডির নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব হাওলাদার, উপকুলীয় জলবায়ু আন্দোলনের সভাপতি কাজী মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।