ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আবার বাড়ছে ব্রহ্মপুত্রের পানি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আবার বাড়ছে ব্রহ্মপুত্রের পানি 

ঢাকা: বিপৎসীমার নিচে নেমে এলেও সবচেয়ে বন্যাপ্রবণ নদ ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়ছে। আগামী কয়েকদিন যা অব্যাহত থাকতে পারে।


 
মঙ্গলবার (১১ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। ব্রহ্মপুত্র এমন একটি নদ, যার পানি বিপৎসীমার উপরে উঠলে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির দেখা দেয়। কেবল এই এক নদের পানি বাড়ার কারণেই দেশে এবার দু’দফায় অন্তত ১০টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কেননা, এই নদের পানি বাড়লে অন্য নদ-নদীর পানিও বেড়ে যায়।
 
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ব্রহ্মপুত্রের পানি বুধবার পর্যন্ত বাড়ার প্রবণতায় থাকতে পারে। তবে বন্যাপ্রবণ অন্য নদী-যমুনা, গঙ্গা, পদ্মার পানি কমছে। আর এই সময়ে আরো কমে যাবে। হ্রাস পাচ্ছে কুশিয়ারার পানিও।
 
এ অবস্থায় বুধবারের মধ্যে নাটোর, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। উন্নতি হতে পারে ঢাকার সিটির নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও।
 
পাউবো জানিয়েছে, তাদের পর্যাবেক্ষণাধীন ১০১ স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭টিতে পানির স্তর বেড়েছে। কমেছে ৭২টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে ২টি স্টেশনের পানি। বর্তমানে বন্যা আক্রান্ত জেলা ৪টি। আর বিপৎসীমার উপরে আছে ছয়টি নদীর পানি।
 
গুড় নদীর পানি সিংড়ায়, ধলেশ্বরীর পানি এলাসিনে, তুরাগের পানি মিরপুরে, টঙ্গী খালের পানি টঙ্গীতে, কালিগঙ্গার পানি তারাঘাটে, ধলেশ্বরীর পানি জাগিরে এবং পদ্মার পানি গোয়ালন্দে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।