ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নওগাঁয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
নওগাঁয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

নওগাঁ: দ্বিতীয় দিনের মতো নওগাঁর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে জেলার বদলগাছী আবহাওয়া অফিস জানায়, বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল এ জেলায়।

মধ্যরাত থেকেই মাঝারি শৈত্যপ্রবাহ বইছে জেলাজুড়ে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে বাড়ছে শীতের তীব্রতা।

প্রতিদিনই তাপমাত্রা কমছে। বুধবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। তবে বৃহস্পতিবার কিছুটা রোদ উঠতে পারে। তবে শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।