ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা

ঢাকা: বেশ জাঁকিয়ে বসেছে শীত। দেশের উত্তরাঞ্চলে দুপুর ১২টা পর্যন্তও ছিল ঘন কুয়াশা।

পাশাপশি রাজধানী ঢাকাতে ও দুই দিন ধরে শীত অনুভূত হচ্ছে।  

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।  

আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, পুরো দেশেই তাপমাত্রা আগের কিছুদিনের থেকে কম। সন্ধ্যায় বাতাসের জন্য এমনটা হচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে দুপুর ১১টা পর্যন্ত ঘন কুয়াশা দেখা যায়। কোথাও কোথাও দুপুর ১২টা পর্যন্তও ঘন কুয়াশা ছিল।  

রাজধানী ও এর আশেপাশের তাপমাত্রা নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, রোববার ও সোমবার ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কম অনুভূত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।  

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৩ ডিগ্রি সেলসিয়াস (ডি. সে.)। আর সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তুলনায় রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এস এইচ এস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।