ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি কুড়িগ্রামে

ফজলে ইলাহী স্বপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি কুড়িগ্রামে কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন/ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: উত্তর জনপদের উপর দিয়ে শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় কনকনে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট কৃষি গবেষণা আবহাওয়া কেন্দ্র এ তথ্য জানায়।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। এই অঞ্চলের উপর দিয়ে মৃধু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভবনা রয়েছে।

জেলায় ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাই জ্বালিয়ে যানবাহন চলাচল করছে সড়ক-মহাসড়কগুলোতে। কুয়াশার কারণে নদীপথেও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এফইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।