বরিশাল: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। লবণাক্ততার কারণে উপকূলে উৎসের পানি পানযোগ্য নয়।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে পরিবেশবাদী সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ আয়োজিত অনলাইন স্ট্রাইকে অংশগ্রহণকারীরা এ দাবি জানান।
দেশের বিভিন্ন উপকূলীয় জেলা থেকে অর্ধশতাধিক জলবায়ু কর্মী এ অনলাইনে স্ট্রাইকে অংশ নেন। এতে জলবায়ু কর্মীরা হাতে গ্লাস, জগ, মগ ও পাতিল নিয়ে সুপেয় পানি সরবরাহের দাবি জানান।
সংগঠনটির সাতক্ষীরা ইউনিটের সমন্বয়ক এসএম শাহিন আলমের সঞ্চালনায় স্ট্রাইকে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান ও শাকিলা ইসলাম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, সাগরতলের উচ্চতা বৃদ্ধির ফলে জোয়ারের তীব্রতা ও উচ্চতা বৃদ্ধি, ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ, জলাবদ্ধতা, মাটির লবণাক্ততা বৃদ্ধি, জল ও মাটির দূষণ ইত্যাদি ক্রমেই এ অঞ্চলকে বসবাসের অনুপযোগী করে তুলবে। সেজন্য এ অঞ্চলের সব উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন এবং পানি সংক্রান্ত বিভিন্ন উপাত্ত বিবেচনায় নেওয়া খুবই জরুরি।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ০১, ২০২১
এমএস/এসআই