ভোলা: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় ১৫ স্থানে দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মনপুরা উপজেলায় ভেঙে গেছে আরো ২০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত থেকে বুধবার (২৬ মে) দুপুর পর্যন্ত এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
ভোলা জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় ৩২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে ৭৫ কিলোমিটার বাঁধ সিসি ও জিও ব্যাগে মোড়ানো থাকলেও ২৫০ কিলোমিটার মাটির বাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার চরফ্যাশন উপজেলার ৫টি পয়েন্ট, মনপুরা উপজেলায় ৩টি, বোরহানউদ্দিন উপজেলায় ২টি, লালমোহন উপজেলায় ২টি ও তজুমদ্দিন, দৌলতখান ও ভোলা সদরে ১টি করে ১৫ স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ চলছে। এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৬, ২০২১
আরআইএস/