ঢাকা: উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েছে। ফলে এসব এলাকার নদ-নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার (২৫ জুলাই) এমন তথ্য জানিয়েছে।
এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী আগামী মঙ্গলবার (২৭ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা, একই সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার সব প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী সোমবার (২৬ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
১০ দিনের এক পূর্বাভাসে পাউবো বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল আগামী ২৮ জুলাই পর্যন্ত হ্রাস পেয়ে তারপর বাড়তে পারে। আগামী সাত দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।
গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল আগামী ৩০ জুলাই পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। আপাতত গঙ্গা নদীর অববাহিকাতেও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।
ঢাকার চারপাশের নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। তাই ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকাতেও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী বুধবার (২৮ জুলাই) নাগাদ দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে এ সময়ে উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার নদীসমূহের পানির সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।
পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদী ১০৯টি পয়েন্টের মধ্যে রোববার ৩৫ পয়েন্টে পানির সমতল বেড়েছে। কমেছে ৬৮টি পয়েন্টের পানির সমতল। চারটির পানির সমতল অপরিবর্তিত আছে। একটিতে তথ্য সংগ্রহ শুরু হয়নি ও একটির তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
ইইউডি/আরবি