ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, ২০ চর প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, ২০ চর প্লাবিত ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে বাঁধের বাইরের নিচু এলাকা।

জোয়ারে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষজন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরের পর থেকে মেঘনার পানি বেড়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা।  

এদিকে, জোয়ারে জেলা সদরের বাঁধের বাইরের গঙ্গাকীর্তি, বলরামসুরা, মাঝেরচর, রামদাসপুর, দৌলতখানের হাজিপুর, মদনপুর, সৈয়দপুর, চরফ্যাশনের কুকরি-মুকরি, চরপাতিলা, ঢালচর, লালমোহনের চরশাহজালাল, চরকচুয়াখালী, মনপুরার কলাতলীরচর, চরনিজাম, সোনারচর, চরজ্ঞান, চরযতিন, তজুমদ্দিনের চরনাসরিন ও চরজহিরউদ্দিনসহ জেলার অন্তত ২০টি দ্বীপচর। এতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক মানুজন। চরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সীমাহীন দুর্ভোগ পড়েছেন তারা। জোয়ার-ভাটায় চলছে তাদের জীবন-জীবিকা।

ছবি: বাংলানিউজ

পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, মেঘনার পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে তেমন ক্ষতির সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।