ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ফরিদপুরে ১০ হাজার মানুষ পানিবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ফরিদপুরে ১০ হাজার মানুষ পানিবন্দি ছবি: বাংলানিউজ

ফরিদপুর: পদ্মা নদীর পানি ফরিদপুর অংশে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও পানি বেড়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 
ফলে জেলা সদরসহ কয়েকটি উপজেলার অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।   

সোমবার (২৩ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পাউবো ফরিদপুর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ফরিদপুর অংশে তিন সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে জেলা সদরসহ কয়েকটি উপজেলার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।  

পানি বাড়ার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগ্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষজন। একইসঙ্গে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সঙ্কট। নষ্ট হয়েছে বীজতলাসহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত।

চর মাধবদিয়া ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম বাংলানিউজকে বলেন, বন্যায় আমাদের ঘরে পানি ঢুকে পড়েছে। চুলায় আগুন জ্বালানোর মতো কোনো জায়গা নেই। এ জন্য শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ সহায়তা করতে আসেনি।  

নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমুদ্দিন মতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কবির শেখ বাংলানিউজকে বলেন, আমার বাড়ির আশপাশের সব বাড়ি তলিয়ে গেছে। আমার উঠানেও পানি। এভাবে পানি বাড়তে থাকলে ভিটেমাটি ছেড়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।

ছবি: বাংলানিউজ

ফরিদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, এ বছর বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আগামী সপ্তাহ থেকে পানি কমতে শুরু করবে। তবে এখন পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের পাশের নিচু এলাকাগুলোত পানি উঠেছে। পানিবন্দি পরিবারের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি সেবা ৩৩৩ নম্বরে কেউ ফোন করলেও তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।  

পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, পদ্মা নদীতে পানি অব্যাহতভাবে বাড়ছে। আরও দু’তিনদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে পানি আবার কমতে শুরু করবে।  

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার বাংলানিউজকে বলেন, পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তবে পানিবন্দিদের সহায়তায় কাজ করছে প্রশাসন। এছাড়া বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।