ঢাকা: কার্তিকের শুরু থেকেই সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা কমে এসেছে। আগামী সপ্তাহে আরও কমার আভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিদ্যমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।
শনিবার (৩০ অক্টোবর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা হ্রাস পাবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
ইইউডি/আরআইএস