পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত দু'দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত রোববার (৩১ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি রেকর্ড করা হলেও সোমবার ২ পয়েন্ট কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) সকাল ৯টায় দেশের মধ্যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সলসিয়াস রেকর্ড করা হয় বলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এদিকে সরেজমিনে দেখা গেছে, দিনভর আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে বইতে শুরু করে পাহাড়ি হিমেল হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বাড়তে দেখা যাচ্ছে। অন্যদিকে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরএ