পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ৭ দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে বলেন, সোমবার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে গত ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩, ১২.১, ১১.৮, ১২.৯, ১৩.৯, ১৪.১ ও সবশেষে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এনটি