ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

হবিগঞ্জের বিভিন্ন নদীর জন্য ৫৭৩ কোটি টাকার প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
হবিগঞ্জের বিভিন্ন নদীর জন্য ৫৭৩ কোটি টাকার প্রকল্প সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইশরাত জাহান

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বিভিন্ন নদীকে ঘিরে ৫৭৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।  

প্রকল্পগুলোর ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
 
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত অর্থবছরে এ প্রকল্পগুলো হাতে নেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শেরপুর থেকে নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট পর্যন্ত কুশিয়ায়া নদী রক্ষা বাঁধ এবং জেলার পাঁচটি উপজেলায় অবস্থিত করাঙ্গী, সোনাই, বিজনা, রত্না ও শাখাতিসহ আরও কয়েকটি নদীর ড্রেজিং।
 
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার জানান, ছোটবড় অনেকগুলো নদীর ১৬৭ কিলোমিটারজুড়ে এ প্রকল্পগুলো চলমান। এতে সরকারের ৫৭৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হচ্ছে। করোনাকালীন শ্রমিক সংকটে কাজের অগ্রগতি কম ছিল। এখন পুরোদমে কাজ চলছে।
 
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার নবীগঞ্জের কুশিয়ারা নদী রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, প্রকল্প পরিচালক এসএম শহিদুল ইসলাম, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার, উপ বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ উপস্থিত ছিলেন।
 
পরিদর্শনকালে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ডেল্টা প্লান বাস্তবায়ন করছে। পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পগুলোর মাধ্যমে নদী ভাঙন রোধের পাশাপাশি চাষাবাদের জন্য সার্ফেস ওয়াটারের ব্যবস্থা হচ্ছে। এভাবে দেশে প্রায় ১৩ লাখ হেক্টর চাষাবাদের জমিতে সার্ফেস ওয়াটারের ব্যবস্থা হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার কিলোমিটার এলাকায় এ রকম নদী রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলছে। জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে সরকার উন্নয়ন কাজ করছে। সেজন্য কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।