ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

হঠাৎ ঘনকুয়াশা

দিনাজপুরে গরমের দিনে শীতের আমেজ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, এপ্রিল ২৪, ২০২২
দিনাজপুরে গরমের দিনে শীতের আমেজ!

দিনাজপুর: টিপ টিপ বৃষ্টির মতো শীত পড়ছে, চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা। ধানগাছ কিংবা দূর্বা ঘাস সবখানেই শিশির বিন্দুর উপস্থিতি।

এসব দেখে পুরোদস্তুর শীতকাল মনে হতে পারে। কিন্তু আসলে তা গ্রীষ্মের বৈশাখের দৃশ্য এটি।

রোববার (২৪ এপ্রিল) দিনাজপুরের বিভিন্ন এলাকায় এরকম দৃশ্যের দেখা মেলে। এদিকে বৈশাখ মাসে এমন কুয়াশা দেখে অনেকেই বিস্মিত। কেউ কেউ আবার বলছেন বৈশাখ মাসে এমন কুয়াশা জীবনে প্রথম দেখেছেন।

দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের রামনগর এলাকার জাকির হোসেনের জানান, কয়েকদিন যাবত বেশ গরম পড়েছে। মাঝে তো বৃষ্টিও হলো। তারপর আবার গরম। এ সময়ে এভাবে কুয়াশা পড়তে আগে কখনো দেখিনি।

রোববার (২৪ এপ্রিল)  হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে দিনাজপুরে -বাংলানিউজ

একই ইউনিয়নের যোগীবাড়ী গ্রামের সেলিম রেজা বলেন, রাত থেকে কুয়াশা দেখা গেছে। বৃষ্টির মতো শীত টিপ টিপ করে পড়ছে। সকাল বেলা তো দেখি চারদিকে ঘন কুয়াশা। এখন তো গরমকাল, এত কুয়াশা কেন বুঝতেছি না। আগে কখনো এমনটা দেখা যায়নি।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের সিনিয়র সহকারি তোফাজ্জল হোসেন জানান, গরমকালে শিশির কিংবা কুয়াশার সন্ধ্যা ও ভোর দেখে ভয়ের কিছু নেই। এটা প্রকৃতির স্বাভাবিকতা। মাঝে-মধ্যেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরে অনেক সময় কুয়াশা পড়ে। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই, বরঞ্চ এতে আম, লিচুসহ অন্যান্য ফলন ভালো হবে। অপরদিকে রোদে প্রখরতা আছে। তাই পরিবেশে এই উষ্ণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৪ এপ্রিল
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।