সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে নদী ভাঙনের আশংকা।
রোববার (১২ জুন) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫৭ মিটার। যা বিপৎসীমার ১ দশমিক ৭৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত।
গত প্রায় ৫ দিন ধরে যমুনায় ধারাবাহিকভাবে পানি বাড়ছে। এতে এনায়েতপুর ও চৌহালীর নদী তীরবর্তী অঞ্চলে ভাঙনও শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এসব ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে। এদিকে পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে বন্যা আতংক বিরাজ করছে। এসব এলাকায় পাট, তিল, কাউন, ধান, শাক-সবজি বাগান প্লাবিত আশংকায় দিন কাটাচ্ছে কৃষক।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামী তিন-চারদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশংকা রয়েছে। তবে এখনো বন্যার আশংকা নেই।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জুন ১২, ২০২২
কেএআর