ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পদ্মায় মুহূর্তেই বিলীন চারতলা স্কুল ভবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
পদ্মায় মুহূর্তেই বিলীন চারতলা স্কুল ভবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর চরাঞ্চলে কোটি টাকা ব্যয়ে এমপিওভুক্ত ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা স্কুল ভবনটি পদ্মার তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে।  

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার আজিমনগর হাতিঘাটা এলাকায় অবস্থিত বিদ্যালয় ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়।

স্কুলের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মার ভাঙনে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রয় প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও পদ্মায় বিলীন হয়ে গেছে।  

উপজেলার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, আজ দুপুরে হাতিঘাটা এলাকায় অবস্থিত চারতলা স্কুল ভবনটি পদ্মা নদীর তীব্র স্রোতে বিলীন হয়ে গেল। গত কয়েকদিন ধরেই পদ্মার ভাঙনে পড়ে অনেকেই ঘর-বাড়ি হারা হয়েছে বলেও জানান তিনি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এইএনও) সাইফুল ইসলাম বলেন, স্কুল ভবনটি পদ্মার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন  বলেন, ভাঙন এলাকায় দুইদিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন। স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই স্কুল ভবনের নির্মান কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধও ছিল।  

উল্লেখ্য যে, ২০১৬/১৭ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের অধীনে ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশনে একতলা ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৯/২০ অর্থবছরে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকায় বাকি তিনতলা নির্মাণের অনুমোদন পায়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।