ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে

বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরগুনার বিষখালী ও খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে বরগুনা সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বসত-বাড়ি। ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত বাঁধ ভাঙার আতঙ্কে অনেক মানুষ। বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার তিন নদীর জোয়ারের পানি। এছাড়া উপকূলে বহাল রয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। নিরাপদে কূলে আশ্রয় নিয়েছে মাছ ধরার শত শত ট্রলার।

বরগুনা সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন বাংলানিউজকে জানান, বুধবার বরগুনার প্রধান তিনটি নদীতে (পায়রা-বিষখালী-বলেশ্বর) জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছেন। স্বাভাবিক জোয়ারের পানির তুলনায় ৩ দশমিক ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যা বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে। যা একদিন আগে মঙ্গলবার ৯ আগস্ট ছিলও ২ দশমিক ২৯ মিটার।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।