খুলনা: পানি থইথই করছে খুলনায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে খুলনা মহানগরীর রাস্তাঘাটসহ অধিকাংশ বাড়ির নিচতলা।
তবে সবচেয়ে বেশি পানি থৈ থৈ করছে নগরীর ব্যস্ততম রয়েলের মোড়। রাস্তায় হাঁটু সমান পানি। সড়কে পানি মাড়িয়ে ছুটছে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ যানবাহন। তবে রয়েলের মোড় এসে পানির উচ্চতা বেশি থাকায় বিকল হয়ে পড়ছে যানবাহন। রয়েল মোড়ের আশপাশের সব ডুবে গেলেও শুধু পানিতে ডুবেনি দ্য কিং অব সুন্দরবন বা বাঙালি জাতির শৌর্য-বীর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্যটি।
চিংড়ি চত্বরের সামনে দুই সড়কের মাঝখানে উঁচু জায়গায় রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্যটি থাকায় বৃষ্টির পানিতে এটি তলিয়ে যায়নি।
রয়েল মোড়ের বাসিন্দা জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বাংলানিউজকে বলেন, খুলনা মহানগরীর রয়েল মোড়ের রয়েল বেঙ্গল টাইগার অথৈই পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। মোড়ের চারিদিকে পানি থইথই ও মাঝখানে রয়েল বেঙ্গল টাইগারটি দাঁড়িয়ে থাকায় এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়েছে। যা পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআরএম/আরআইএস