ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে প্রতীকী ছবি।

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় মেঘমুক্ত হচ্ছে প্রায় পুরো দেশের আকাশ। এতে উজ্জ্বল সূর্যকিরণ মেলায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবার (২৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সিত্রাং দুর্বল হয়ে আসামে গেছে। তবে তার একটি প্রভাব উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। আগামী তিন দিনে এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে।

বুধবার সকাল ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে, ৪ মিলিমিটার। ঢাকায় এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

এদিকে নৌ ও সমুদ্রবন্দর থেকে সব সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোও গভীর সমুদ্রে নামতে কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।