ঢাকা: হিমালয়ের হিমবাহ থেকে ফিরে আসা হিমেল হাওয়া এখন উত্তর-পশ্চিমাঞ্চলে। দেশের মধ্যভাগ হয়ে দক্ষিণাঞ্চলে পৌঁছাতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ইতোমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হওয়ার আভাস রয়েছে। অর্থাৎ গত কয়েক দিনের চেয়ে গরম অপেক্ষাকৃত বাড়ছে। এজন্য দেশের মধ্যাঞ্চল বা দক্ষিণাঞ্চলে শীতের আমেজ এখনই পড়ছে না।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের শীতের আমেজ কিছু পাওয়া যাচ্ছে। রাজধানীসহ মধ্যাঞ্চলে পাওয়া যাবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। আর দক্ষিণাঞ্চলে শীতের আমেজ পাওয়া যাবে ডিসেম্বরের শুরুতে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বর্ষার পরবর্তী প্রভাবটা রয়ে যায়। আবার বঙ্গোপসাগরেও লঘুচাপ সৃষ্টি হয়। ফলে উত্তরের হিমেল বাতাস আসতে পারে না। এ কারণে শীত একটু দেরিতে আসছে। এটা জলবায়ুর পরিবর্তনের কারণেও হচ্ছে বলে মনে করেন অনেকে।
তিনি বলেন, চলতি মাসে দুটি নিম্নচাপের আভাস রয়েছে। ফলে ডিসেম্বরের আগে সারাদেশে শীত জেঁকে বসবে না।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
ইইউডি/এমএমজেড