ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, ডিসেম্বর ১৪, ২০২২
কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঢাকা: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ইউনিভার্সিটির ক্যাম্পাস মিলনায়তনে আলোচনা সভা করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এদিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দিতে নির্বিকারে দেশের শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে। বাঙালি জাতিকে দমিয়ে রাখার এ প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও বাঙালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।  

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসের ডিন এ এস এম সিরাজুল হক, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।