ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাভারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
সাভারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন

সাভারের নামা বাজারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের (বিজিসিবি) নতুন উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য জনাব মো. ইকবাল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

এসময় ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ীরা, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে মোট ১৪টি শাখা-উপশাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। শিগগিরই রাজধানীর ধানমন্ডি, রামপুরা, আশকোনা এবং রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপশাখা চালু করতে যাচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।