ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১৬৮তম নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উত্তর বাজার সৌদিয়া হাউজে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

নতুন শাখা ব্যবস্থাপক এসএম ইকরামুল আমিন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গীতাংক দত্ত, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, ব্যাংক ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন ফুয়াদ, সাধারণ সম্পাদক আহসানুল হামিদ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও ভবন মালিক আব্দুল ওয়াদুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক এসএম ইকরামুল আমিন স্থানীয় ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।