ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

কোহিনূর কেমিক্যালের ৩৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
কোহিনূর কেমিক্যালের ৩৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোম্পানী সচিব মোহা. শামীম কবীর, এফসিএমএ এবং সিএফও আবু বক্কর সিদ্দিক, এফসিএমএ।

সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।