ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইউল্যাব ক্যাম্পাসে নোবেলজয়ী সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ইউল্যাব ক্যাম্পাসে নোবেলজয়ী সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ

ঢাকা: নোবেলজয়ী, তানজানিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ সোমবার (৯ জানুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে ‘রাইটিং অ্যান্ড ইটস হিন্টারল্যান্ড’ শিরোনামে এক আলোচনায় যোগ দেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজি আনিস আহমেদ।

 

আব্দুলরাজাক গুরনাহ তার বক্তব্যে নবীন লেখকদের উদ্দেশে বলেন, একজন লেখকের স্মৃতি যদি তার লেখার পটভূমি হয় তবে তা হতে হবে বিশদ। একে এক প্রকার গবেষণাও বলা যায়। তার স্মৃতিকে আরও বিশদভাবে ব্যক্ত করতে তাকে পর্যাপ্ত পড়ালেখাও করতে হবে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এতে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ড. সামসাদ মর্তুজা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।