ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

চট্টগ্রামে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
চট্টগ্রামে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা

ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় আগামী ১২ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশে পুমার চতুর্থ আউটলেট।

বাংলাদেশের শীর্ষ শিল্পগ্রুপ ডিবিএল-এর মাধ্যমে ২০১৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা।

ডিবিএল গ্রুপের এক বিবৃতিতে জানা যায়, দেশের মানুষকে আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দিতেই বাংলাদেশে পুমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে ডিবিএল। এর আগে ঢাকার বনানীতে চালু হওয়া ২ হাজার ২০০ বর্গফুটের পুমা আউটলেটটি পুমার দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড়ো আউটলেটগুলোর মধ্যে একটি। এছাড়াও ২০২১ সালে ধানমন্ডি ও বসুন্ধরা সিটিতে পুমার আরও দুটি আউটলেট চালু করে ডিবিএল। এরই ধারাবাহিকতার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী চট্টগ্রামের লালখান বাজারে চতুর্থ আউটলেট চালু হতে যাচ্ছে।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ঢাকার পর চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালখান বাজারে পুমার আউটলেট চালু করার উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। দেশের মানুষকে আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দেওয়ার যে ইচ্ছা আমাদের, সেই লক্ষ্যেই হাঁটছে ডিবিএল। আমরা আশাবাদী ঢাকার পর চট্টগ্রামের মানুষদেরও পুমার সেরা পণ্যগুলোর অভিজ্ঞতা দিতে পারব।

চট্টগ্রামে পুমার আউটলেট উদ্বোধনে উপস্থিত থাকবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ডিবিএল এবং পুমার শীর্ষ কর্মকর্তারা।

চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত এই স্টোরে পুমার নানা রকম ফুটওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, ট্রাউজার, ওয়াটার বোতল ইত্যাদি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।