ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

ঢাকা: এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক, নির্বাহী, উপ-শাখা ইনচার্জ ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

গত শনিবার (১১ মার্চ) বগুড়ার হোটেল মম ইনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লাল মোহাম্মদ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বর্তমানে স্মার্ট বাংলাদেশে আমাদের ব্যাংকিংও হতে হবে স্মার্ট। গ্রাহকদের চাহিদা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। সে অনুযায়ী ব্যাংকিং সেবা দিতে হবে।  

এছাড়া তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করে কীভাবে বর্তমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।