ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

মিনিটে মিনিটে ক্যাশব্যাক পেতে রিচার্জ করুন বিকাশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
মিনিটে মিনিটে ক্যাশব্যাক পেতে রিচার্জ করুন বিকাশে

ঢাকা: যে কোনো মোবাইল নম্বরে বিকাশ থেকে ২০ টাকা রিচার্জ করলেই প্রতিদিন চার ঘণ্টা সময়জুড়ে প্রতি মিনিটে প্রথম ৬০ জন রিচার্জকারী পাচ্ছেন ১০ টাকা ক্যাশব্যাক।

বৃহস্পতিবার (১ জুন) থেকে শুরু হওয়া এ অফারটি আগামী ৭ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ পর্যন্ত উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

 

সপ্তাহজুড়ে চলা এ ক্যাম্পেইনে প্রতিদিন ১৪ হাজার ৪০০ জন করে মোট ১ লাখেরও বেশি গ্রাহক এ ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।  

গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে যে কোনো নম্বরে ২০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

যে কোনো সময় দেশের যে কোনো স্থান থেকে যে কোনো অংকের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় এ সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের অফার। গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন খুব সহজেই।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।