ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এইচবিআরআই ও নেক্সটব্লক অটোক্লেভড চুক্তি সাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এইচবিআরআই ও নেক্সটব্লক অটোক্লেভড চুক্তি সাক্ষর

ঢাকা: বিশ্ব পরিবেশ দিবসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এবং বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনকারী ব্র‍্যান্ড ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর মাঝে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে সাক্ষর করেন এইচবিআরআই-এর প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান এবং ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার সাজ্জাদ।

 

এই চুক্তির মূল লক্ষ্য হলো জলবায়ু বিষয়ক সমস্যাগুলোর মোকাবেলা করার পাশাপাশি দেশের নির্মাণ শিল্পকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া।  

পাশাপাশি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ভবন ও নির্মাণ খাতের মান উন্নয়নের জন্য আধুনিক এএসি সম্পর্কিত গবেষণা ও নির্দেশিকার মান আরও বাড়ানো হবে।

উক্ত সমঝোতা স্মারক অনুসারে, নেক্সটব্লক অটোক্লেভড কর্তৃপক্ষ এইচবিআরআই মহাপরিচালক আশরাফুল আলমের কাছে এক লাখ টাকার চেক হস্তান্তর করে। এইচবিআরআই-এর গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে এবং পরিবেশবান্ধব এএসি ব্লক নেক্সটব্লক অটোক্লেভড-এর ব্যবহার ও সুবিধা নিয়ে উচ্চতর গবেষণার জন্য এই অর্থ ব্যবহৃত হবে।

নেক্সটব্লক অটোক্লেভডের চেয়ারম্যান জোয়ারদার নওশের আলি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান, এইচবিআরআই-এর প্রধান গবেষণা প্রকৌশলী মোহাম্মদ পারভেজ খাদেম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নেক্সটব্লক অটোক্লেভডের ম্যানেজিং ডিরেক্টর শাহারিয়ার সাজ্জাদ বলেন, নেক্সটব্লক অটোক্লেভড সবুজ নির্মাণ প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য এএসি ব্লক তৈরি করছে এবং এর সম্প্রসারণ ঘটাচ্ছে। এই উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- এর ফলে ভূমিক্ষয় ঘটে না অথবা কোনো ক্ষতিকর গ্যাসের নিঃসরণ ঘটে না। টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই পৃথিবী ও পরিবেশ নিয়ে ভাবতে হবে।  

 নেক্সটব্লক অটোক্লেভের সিইও মোহাম্মদ ইমরান বলেন, এএসি অগ্নি নিরোধক এবং ১২৫০ ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করে নির্মাণ কাঠামোকে রক্ষা করতে সক্ষম। এই ব্লক শব্দ প্রতিরোধক (৩৮ ডেসিবল পর্যন্ত)।   

তিনি আরও বলেন, এএসির উন্নত থার্মাল এফিসিয়েন্সির জন্য গ্রীষ্মকালে ঘর কমপক্ষে ৫ ডিগ্রি বেশি ঠাণ্ডা থাকে।

নেক্সটব্লক (এএসি) প্রচলিত ইটের চেয়ে ৪০% হালকা হয়ে থাকে। এরকম কম ওজনের জন্য এর পরিবহন ব্যয়, শ্রমিক ব্যয় কমে আসে এবং এটি ভূমিকম্প সহনীয়।  

কোনো প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নেক্সটব্লক ব্যবহার করলে নির্মাণ খরচ ২০% কমানো সম্ভব। একটি ব্লক ৭টা লাল ইটের সমান। এর ওজন সাড়ে ৭ থেকে সাড়ে ৯ কেজি বা সাধারণ ইটের ওজনের তুলনায় এক তৃতীয়াংশ। নির্মাণ কাজে এএসি উপকরণ ব্যবহারের ফলে যে কোনো ফাউন্ডেশন খরচ অনেকাংশে কমে যায়।

প্রসঙ্গত, তিলোত্তমা গ্রুপ ও সাংহাই চাওহ্যাং ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি যৌথ উদ্যোগ ‘দ্য ইকোফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেড’, নেক্সটব্লক অটোক্লেভ ব্র্যান্ডের নামে এএসি ব্লক উৎপাদন করছে। যার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর প্রসারণ বাড়ানো।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ