ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ধামরাইয়ে ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ধামরাইয়ে ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন

ঢাকা: ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজারে নতুন শাখা চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। এ প্লাজা থেকে স্থানীয় গ্রাহকরা এখন সহজেই সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, লিফট, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, জেনারেটর, ল্যাপটপ, কম্পিউটার স্মার্টফোন ও ফ্যানসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী কিনতে পারবেন।

কিস্তিতে পণ্য কেনার সুযোগসহ ৬ মাস পর্যন্ত জিরো ইন্টারেস্ট এবং কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় দেওয়া বিশেষ সুবিধাও পাবেন ক্রেতারা।

বুধবার (২৬ জুলাই) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ুন কবীর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এপার-ওপার বাংলার জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান খান, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভির, চিফ ডিভিশনাল অফিসার মীর গোলাম ফারুক, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হাসান তারিক ও প্লাজা ম্যানেজার সামসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যাফেল ড্র’র মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করে ওয়ালটন প্লাজা। এছাড়া আবু হেনা রনির উপস্থাপনায় ছিল উপভোগ্য কৌতুক পর্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে বলেই আজ ওয়ালটনের মতো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারছে। ওয়ালটন এখন বিশ্বের সেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান। বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে একটি বিপ্লব এনে দিয়েছে ওয়ালটন। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিকভাবে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে ওয়ালটন প্লাজা। তারা গ্রাহক সেবা এমন পর্যায়ে নিয়ে গেছে যে একজন ক্রেতা বা তার পরিবারের কেউ মারা গেলে তাদের কিস্তির টাকা মওকুফ করে গ্রাহক পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে। বিশ্বের অন্য কোনো প্রতিষ্ঠান এ সেবা দিচ্ছে না। ক্রেতাকে এমন সুবিধা দেওয়ার বিষয়টি কোনো প্রতিষ্ঠান কল্পনাও করতে পারে না।  

ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, দেশে তৈরি আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য মানুষের ঘরে পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শো-রুম চালু করছে ওয়ালটন প্লাজা। এখন হাতের নাগালেই প্রয়োজনীয় পণ্য ও সেবা পাচ্ছেন গ্রাহকরা। আমরা এখন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে একযোগে কাজ করছি। গ্রাহকদের সারা বছরই বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে ওয়ালটন প্লাজা। ক্রেতাদের জন্য বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজাই ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ চালু করেছে। এর আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কারো মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। পাশাপাশি দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবনবীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীদের জন্য সর্বোচ্চ সেবা ও মূল্যছাড়সহ বিশেষ সুবিধা দিচ্ছে।

সবাইকে দেশে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, সবার ছোট ছোট অংশগ্রহণ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। সবার সহযোগিতায় এ দেশ অতি দ্রুত বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। দেশে ডলার সংকট হলেও দেখা যায় বিদেশ থেকে প্রবাসীরা ডলার পাঠিয়ে আবার অর্থনীতিকে চাঙা করেন। একইভাবে সবাই দেশের ভেতরে থেকে দেশে তৈরি পণ্য কিনে সহায়তা করেন তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে। যত বেশি দেশি পণ্য ক্রয় করবেন, দেশে তত বেশি কারখানা গড়ে উঠবে। সেসব কারখানায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেজন্য দেশকে ভালোবেসে দেশের পণ্য কিনে দেশের টাকা দেশে রাখতে হবে। দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।