ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ওয়ান ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শন

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত জীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করে।  

ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ, পরিচালক শওকত জামান, অনন্যা দাশ গুপ্ত ও উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা চলচ্চিত্রটি উপভোগ করেন।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি জাতির পিতার একটি অসমাপ্ত আত্মজীবনী। ভাষা আন্দোলনের সময় তিনি যে সংগ্রামী নেতৃত্ব দিয়েছিলেন (১৯৪৯ থেকে ১৯৫২ সাল) তার ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন।  

তিনি বলেন, ছবিটি বঙ্গবন্ধুর জীবনের স্বল্প জানা অধ্যায়ের ওপর আলোকপাত করেছে। চলচ্চিত্রটি জাতির পিতার বিরল জীবন কাহিনীর সঙ্গে দেশের মানুষকে পরিচিত করে দেবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।