ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে রানার্সআপ আইইউবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে রানার্সআপ আইইউবি

ঢাকা: চলমান এনএসইউ ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস কার্নিভালের ছেলেদের ফুটবলে রানার্সআপ হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।  

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা এরিনা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয় আইইউবি।

 

আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইফ মান্নান রাতুল পরপর ২টি হ্যাট্রিকসহ প্রতিযোগিতায় মোট ৮টি গোল করেন। আইইউবির অপর খেলোয়াড় ইনতিসার চৌধুরী করেন ৪ গোল।

সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় মাহবুব মানিকের তত্ত্বাবধানে প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে এবং গ্রিন ইউনিভার্সিটিকে ৫-২ গোলে পরাজিত করে আইইউবি। এ দুই ম্যাচেই হ্যাট্রিক করেন রাতুল।  

এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ২-১ এবং সেমিফাইনালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আইইউবি। এ দুই ম্যাচেই ১টি করে গোল করেন রাতুল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।