ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘মুজিব: একটি জাতির রূপকার’ উপভোগের আয়োজন এশিয়াটিকের

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
‘মুজিব: একটি জাতির রূপকার’ উপভোগের আয়োজন এশিয়াটিকের

ঢাকা: রাজধানীর স্টার সিনেপ্লেক্সের এস কে এস টাওয়ার শাখায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করে দেশের বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক।  

শনিবার (২৮ অক্টোবর) প্রায় ২০০ গণমাধ্যমকর্মীসহ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের এমডি ফেরদৌস হাসান নেভিল।

স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে ফেরদৌস হাসান নেভিল বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে এ চলচ্চিত্রটি।

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখাতেই হাউসফুল যাচ্ছে ছবিটি।  

সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, দর্শক চাহিদা বাড়ায় ১৫৩ থেকে ১৬১ হলে চলছে সিনেমাটি, যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।