ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

প্রিমিয়ার ব্যাংকের গুলশান অ্যাভিনিউ শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
প্রিমিয়ার ব্যাংকের গুলশান অ্যাভিনিউ শাখা উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশানে প্রিমিয়ার ব্যাংকের অ্যাভিনিউ শাখা উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এইচ বি এম ইকবাল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দীপন গ্রুপের ডিরেক্টর সৈয়দ জাভেদ ইকবাল, সিটি গ্রুপের ইমপোর্ট ডিরেক্টর খিযির হায়াত খান, জহির গ্রুপের সিএফও মো. সাদেকুল ইসলাম এফসিএমএ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিসিও তৌহিদুল আলম খান।  

গুলশান অ্যাভিনিউ শাখার ঠিকানা হলো- সিম্পল ট্রি আনারকলি, হোল্ডিং নম্বর: ৮৯, প্লট: ০৩, ব্লক নম্বর: সি ডব্লিউ এস (এ), গুলশান অ্যাভিনিউ, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।