ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

উত্তরা ব্যাংকের লভ্যাংশ শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
উত্তরা ব্যাংকের লভ্যাংশ শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে হস্তান্তর

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ধারণকৃত উত্তরা ব্যাংক পিএলসির পূর্বতন ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের ৪০টি শেয়ার বর্তমান সংখ্যায় লভ্যাংশসহ তার উত্তরাধিকারী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার অনুকূলে হস্তান্তর করেন উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।

বুধবার (২০ ডিসেম্বর) উত্তরা ব্যাংক থেকে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করতে পেরে উত্তরা ব্যাংক পিএলসি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এবং উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান
নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।