ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

লংকাবাংলার উদ্যোগে আহছানিয়া হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
লংকাবাংলার উদ্যোগে আহছানিয়া হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর যৌথ উদ্যোগে গত ২৩ ডিসেম্বর হাসপাতালটিতে একটি অত্যাধুনিক সুসজ্জিত ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগে. জেনা. (ডা.) মোঃ জাকির হাসান (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার ডায়ালাইসিস সেন্টার সম্পর্কে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতিতে অবদান রাখতে পেরে লংকাবাংলা ফাইন্যান্স গর্বিত। আমরা বিশ্বাস করি, এই ডায়ালাইসিস সেন্টার উন্নত চিকিৎসা সেবা সহজলভ্য করবে। এর মাধ্যমে সামাজিক কল্যাণের প্রতি আমাদের অঙ্গিকার আরও সুদৃঢ় হবে।

আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগে. জেনা. (ডা.) মোঃ জাকির হাসান (অব.) একটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে আহছানিয়া মিশনের সর্বদা সচেষ্ট থাকার বিষয়টি আলোকপাত করেন এবং হাসপাতাল প্রকল্পের অগ্রগতিতে অগ্রণী ভূমিকার জন্য লংকাবাংলা ফাইন্যান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের হাসপাতাল জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিডনির সমস্যায় আক্রান্ত রোগীরা এই ডায়ালাইসিস সেন্টার থেকে মানসম্মত চিকিৎসা সেবা পাবেন আমি আশা করি ।  

উদ্বোধনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর হেড অব অপারেশন্স এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট - এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ; বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট - মোস্তফা কামাল, এফসিএ; আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের প্লানিং, ডেভলপমেন্ট ও মনিটরিং বিভাগের পরিচালক স্থপতি কাজী শামিমা শারমিন; ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. এ. এম. এম. শরীফুল আলম; নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট, ডাঃ মোহাম্মদ আব্দুল হামিদ এবং বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মনিটরিং বিভাগের সহকারী পরিচালক, ডা. এ কে এম শাহরিয়ার।

 

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।