ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম

ঢাকা: পদোন্নতি পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন নূরুল আজীম।

এর আগে নূরুল আজীম ব্যাংকের ডিএমডি ছিলেন।

তিনি প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। পরে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার অপারেশন্স ম্যানেজার ও ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

২০১৪ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেন নূরুল আজীম এসবিএসি ব্যাংকে। তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক ছিলেন। ২০২২ সালের জানুয়ারি থেকে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকের ডিএমডি হয়ে প্রধান কার্যালয়ে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।