ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান

পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের আয়োজনে দেশীয় কারিগরদের হাতে তৈরি জুয়েলারি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলংকারের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীতে দেশীয় জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিকতা ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে।

যা দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।

এই অবস্থায় আপনার বা আপনার প্রতিষ্ঠানের কাছে শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গহনা সংগ্রহে থাকলে প্রদর্শনীতে প্রদর্শনের জন্য আসছে ২০ জানুয়ারি ২০২৪ এর মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাজুসের সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। ফোন ০১৩১৪৫৫৯৭৭৩ ও ০২৫৮১৫১০১২ ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।