ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ব্রিটিশ মান সংস্থার ৫ দিন ব্যাপী এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস বিষয়ক কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
ব্রিটিশ মান সংস্থার ৫ দিন ব্যাপী এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস বিষয়ক কর্মশালা

ঢাকা: ব্রিটিশ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (বিএসআই) এর আয়োজনে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস (আইএসও) বিষয়ে রাজধানীতে ৫ দিনব্যাপী লিড অডিটর ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীস্থ একটি হোটেলে বিএসআই আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর ডানকান ওভারফিল্ড। এনার্জি ম্যানেজমেন্ট বিষয়ক রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল গুপ্ত। ‘ইউকে- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস পার্টনারশীপ ইনিশিয়েটিভ প্রকল্প’- এর ব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।        

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫,২০২৪
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।