ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ম্যারিকো বাংলাদেশের নতুন কান্ট্রি হেড সুমিতাভা বসু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ম্যারিকো বাংলাদেশের নতুন কান্ট্রি হেড সুমিতাভা বসু

ঢাকা: শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে (এমবিএল) কান্ট্রি হেড হিসেবে যোগদান করছেন সুমিতাভা বসু। ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সুমিতাভা বসুর সফল ট্র্যাক-রেকর্ড এমবিএলের সাফল্যের অগ্রযাত্রাকে আরও মসৃণ করবে।

সুমিতাভা বসু তার পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে পারফেটি ভ্যান মেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার হাত ধরেই এ প্রতিষ্ঠানের জনপ্রিয় ব্র্যান্ড চুপা চুপস দেশীয় বাজারে যাত্রা শুরু করে। এ ছাড়া হেইনজ ও হিমালয় ওয়েলনেসের মতো প্রতিষ্ঠানেও তিনি লিডারশিপ রোলে দায়িত্ব পালন করেছেন। সুমিতাভা বসু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও এক্সএলআরআই থেকে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জেনারেল ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস, এইচআর ইত্যাদি বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সুমিতাভা বসুর দক্ষ নেতৃত্ব, দেশীয় বাজার সম্পর্কে গভীর ধারণা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা ম্যারিকোতে বিভিন্ন সুফল বয়ে আনবে এবং উদ্ভাবন ও আধুনিকায়নের পাশাপাশি তার সুগঠিত কার্য-পরিচালন দক্ষতা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতে সাহায্য করবে।

ম্যারিকোতে যোগদান প্রসঙ্গে সুমিতাভা বসু বলেন, এমবিএলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একদল প্রতিভাবান ও দক্ষ সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমি এমবিএলের ব্যবসায়িক কর্মক্ষমতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভোক্তাকেন্দ্রিক উদ্ভাবন অ্যাজেন্ডাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। পাশাপাশি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম অবকাঠামো তৈরিতে কাজ করবো। আর এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।