ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

চিকিৎসা সেবায় সর্বোচ্চ মেগা অফার ইসলামী ব্যাংকের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
চিকিৎসা সেবায় সর্বোচ্চ মেগা অফার ইসলামী ব্যাংকের

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনে চিকিৎসা সেবা ও ল্যাব টেস্টে দেশের সর্বোচ্চ মেগা অফারের ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের দুই কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক-আপ প্যাকেজ, নিয়মিত সেবা ও ল্যাব টেস্টে এ অফার ঘোষণা দেওয়া হয়।

এই মেগা অফারের আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সব প্যাথলজিক্যাল টেস্টে ৪৫ শতাংশ ছাড় ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য সব ইসলামী ব্যাংক হাসপাতালে ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সব প্যাথলজিক্যাল টেস্টে ৪০ শতাংশ এবং সব রেডিওলোজি ও ইমেজিং টেস্টে ৩৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ইমার্জেন্সি ফি (আউটডোর) ১০ শতাংশ, ডেন্টাল ও ফিজিওথেরাপি ১০ শতাংশ, সব ধরনের দেশিয় ওষুধে পাঁচ শতাংশ ও কোভিড-১৯ র‌্যাপিড পিসিআর টেস্ট (মূল্য) এক হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।