ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের সঙ্গে বেজার চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ওয়ান ব্যাংকের সঙ্গে বেজার চুক্তি সই

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই, চট্টগ্রাম এর প্রশাসনিক ভবনে বিদ্যমান শাখা স্থাপনের জন্য একটি চুক্তি সই হয়েছে।

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) জয়েন্ট সেক্রেটারি এবং মহা ব্যবস্থাপক (অর্থ ও বাজেট), ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।