ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘অক্সফ্যাম রান’ ম্যারাথন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘অক্সফ্যাম রান’ ম্যারাথন

ঢাকা: নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অক্সফ্যাম রান’ শীর্ষক ম্যারাথন।  

শুক্রবার (১ মার্চ) রাজধানীর হাতিরঝিলে এক হাজারেরও বেশি নারী-পুরুষের অংশগ্রহণে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

‘অক্সফ্যাম রান’ এর এক হাজার প্রতিযোগী ছাড়াও অনানুষ্ঠানিক খাতের নারী শ্রমিক, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

ম্যারাথন শেষে অক্সফ্যামের ‘সুনীতি’ প্রকল্পের অধীনে শতাধিক গৃহকর্মীর অংশগ্রহণে নারীর ক্ষমতায়নবিষয়ক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অক্সফ্যামের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং এজেন্সি ফ্রান্স দ্য ডেভেলপমেন্ট।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।