ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘গ্লোবাল রাইজিং স্টার’ এর স্বীকৃতি পেল রবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
‘গ্লোবাল রাইজিং স্টার’ এর স্বীকৃতি পেল রবি

ঢাকা: বিশ্বজুড়ে মোবাইল খাতে ‘গ্লোবাল রাইজিং স্টার’ এর স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। মোবাইল সেবার কার্যক্ষমতা পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনসিগন্যাল ওই স্বীকৃতি দিয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ওপেনসিগন্যালের তথ্য দিয়ে রবি জানায়, রবির ডাউনলোড স্পিড ৬৯ দশমিক ১ শতাংশ উন্নতি করেছে। এক্ষেত্রে বিশ্বজুড়ে যে-সব প্রতিষ্ঠান এগিয়েছে, সে তালিকায় রবির অবস্থান দ্বিতীয়। রবি ওই তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি অপারেটর। অন্যদিকে আপলোড স্পিডে রবি এগিয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ। এক্ষেত্রে বিশ্বজুড়ে রবির অবস্থান ১১তম। এই ক্যাটাগরিতে অন্য বাংলাদেশি অপারেটর গ্রামীণফোনের অবস্থান ১৪তম।

২০২৩ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে রবি জানিয়েছিল, ধারাবাহিক বিনিয়োগের ফলে একদিকে রবির নেটওয়ার্ক বিস্তৃতি ও ডেটা ক্যাপাসিটি বেড়েছে। একই সঙ্গে ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে অপারেটরটি। রবি নেটওয়ার্কে কলড্রপের হার বর্তমানে শূন্য দশমিক ২ শতাংশে নেমে এসেছে যা কলড্রপের স্বীকৃত মানদণ্ডের অনেক নিচে। এসবের প্রতিফলনে ২০২৩ সালের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমস্ত টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষ অবস্থান অজন করে রবি।

মোট গ্রাহকের ৬১ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও ফোরজি সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে রবি। ২০২৩ সালে রবির মোট গ্রাহকের ৭৬ শতাংশের বেশি গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। ২০২৩ সাল শেষে রবি ১৬ হাজার ৮০০’র বেশি ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ৮ শতাংশ দেশের জনগণের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে।

৪৩ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার মধ্য দিয়ে রবির গ্রাহক সংখ্যা ২০২৩ সালে ৫ কোটি ৮৭ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩১ শতাংশ। ২০২৩ সালে গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে আছে রবি।

একইসঙ্গে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ডাটা গ্রাহক সংখ্যা ৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৪৭ লাখে পৌঁছেছে এবং রবির ফোরজি গ্রাহক সংখ্যা ২৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৫৭ লাখে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।