ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ১৭, ২০২৪
সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান সেইফকন সেফ এইচভিএসিআর এক্সপো ২০২৪ তে অংশ নিয়ে সাড়া ফেলেছে বিশ্বনন্দিত রেফ্রিজারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হায়ার’। মেলায় হায়ার গ্রুপ তাদের বিভিন্ন এইচভিএসি-আর সল্যুশন প্রদর্শন করছে, যা মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।

 

মেলায় হায়ার তাদের প্রথমবারের মতো অত্যাধুনিক সোলার হাইব্রিড এয়ার কন্ডিশনার উন্মোচন করেছে। এটি খুব শিগগিরই হায়ার প্রস্তুত করতে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ী এ এয়ার কন্ডিশনারটি সর্বোচ্চ মানের শীতল অনুভব দিতে সক্ষম হবে। তাও খুবই কম বিদ্যুৎ খরচ করে। বাণিজ্যিক চাহিদা মেটাতে মেলায় হায়ার তাদের প্রিমিয়াম সুপার-ম্যাচ MRV5 কুলিং ও হিটিং পাম্প সিরিজও প্রদর্শন করছে। চিলার ও অন্যান্য বাণিজ্যিক সমাধানের পাশাপাশি 30000 BTU/H থেকে 48000 BTU/H পর্যন্ত ক্যাসেট এবং সিলিং কনভার্টেবল মডেলের মধ্যে হায়ার তাদের হালকা বাণিজ্যিক পণ্যও উপস্থাপন করছে। সব শ্রেণির মানুষের চাহিদার পূরণে সাশ্রয়ী মূল্যের পাশাপাশি প্রিমিয়াম ইনস্টলেশন ও বিক্রয়োত্তর পরিষেবা দেওয়া হায়ারের ব্যবসার নীতি।  

হায়ারের ডিএমডি ওয়াংশিয়াংজিং বলেন, হায়ার তাদের শীর্ষ পেশাদার প্রজেক্ট টিমের মাধ্যমে এইচভিএসি সলিউশনে গ্রাহকের সকল প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করবে। সেই সঙ্গে হায়ারের শীর্ষস্থানীয় শিল্প এয়ার সলিউশন বিক্রয়োত্তর সেবা দিতে সর্বদা প্রস্তুত।  

সেফ এইচভিএসিআর শো হচ্ছে হিটিং, ভেন্টিলেশন, এয়ার-কন্ডিশনিং, এয়ার-ফিল্ট্রেশন এবং পিউরিফিকেশন ও রেফ্রিজারেশন সিস্টেমের ওপর দেশের বৃহৎ প্রদর্শনী। প্রযুক্তিগত উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে দেশে এইচভিএসিআর-এর চাহিদা ক্রমেই বাড়ছে।  

হায়ার গ্রুপ উন্নত জীবন ও ডিজিটাল রূপান্তর সমাধানের একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। চীনে হায়ারের ৮টি এয়ার কন্ডিশন ফ্যাক্টরি রয়েছে। এর মধ্যে MHAQ, হায়ার ও মিৎসুবিসি হেভির যৌথ উদ্যোগ। চীন ছাড়াও হায়ারের আরও ৮টি দেশে এয়ার কন্ডিশন ফ্যাক্টরি রয়েছে। এ কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রতিবছর ২৭.২ মিলিয়ন ইউনিটের বেশি।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘হায়ার বাংলাদেশ লিমিটেড’ নামে ২০২১ সালে পুনর্গঠিত হয়। স্বল্প সময়ের মধ্যেই গুণগত মানে হায়ারের সব ধরনের পণ্য মানুষের আস্থা অর্জন করেছে। পাশাপাশি পছন্দের শীর্ষে স্থান নিয়েছে। হায়ার তাদের এইচভিএসি, চিলার, লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার ও রুম এয়ার কন্ডিশনারসহ সমগোত্রীয় সব পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।