ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিউটিনা ব্র্যান্ডের বিশেষ অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ২১, ২০২৪
বিউটিনা ব্র্যান্ডের বিশেষ অফার

ঢাকা: বিউটিনা একটি সুপরিচিত কসমেটিক্স ব্র্যান্ড। যার আওতায় তিনটি সেগমেন্টের আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন পণ্য বিউটিনা বডি লোশন, বিউটিনা ফেস ওয়াশ ও বিউটিনা হেয়ার অয়েল বাজারে বিদ্যমান।

উক্ত পণ্যসমূহের প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাতকারী দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড।

অতি সম্প্রতি ভোক্তাদের বিশেষ সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে বিউটিনা ব্র্যান্ডের দুটি পণ্য বিশেষ করে বিউটিনা ফেস ওয়াশ ও বিউটিনা হেয়ার অয়েলের সঙ্গে ভোক্তাদের জন্য বিশেষ অফার (সিপি) বিদ্যমান। উন্নতমানের প্রাকৃতিক গুনেভরা নিম ও অ্যালোভেরা মিশ্রিত এন্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন বিউটিনা ফেস ওয়াশ ১০০ মি.লি. এর সঙ্গে একটি ৪৫ গ্রাম ওজনের এএম.পিএম. হারবাল টুথপেস্ট ফ্রি দেওয়া হয়েছে। বর্তমান ফ্রিসহ পণ্যটির বাজারমূল্য ১৯০ টাকা।

অপরদিকে প্রতিটি বিউটিনা হেয়ার অয়েল ২০০ মি.লি. এর সঙ্গে জনপ্রিয় ব্র্যান্ড স্যান্ডালিনা সোপ ৫০ গ্রামের এক পিস ফ্রি। বর্তমান ফ্রিসহ পণ্যটির বাজারমূল্য ১৮০ টাকা, যা ব্যবহারে চুলের গোড়ায় অতিরিক্ত পুষ্টি যোগায়, চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং চুলকে করে উজ্জ্বল ও ঝলমলে।

পণ্য দুটি সহজেই আপনার নিকটস্থ কসমেটিক্স দোকানসহ বাজারের অন্যান্য খুচরা দোকানসমূহে পাওয়া যাচ্ছে। এ অফারটি সীমিত সময়ের জন্য।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।