ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন নামকরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন নামকরণ 

ঢাকা: কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে করপোরেট ব্যাংকিং ডিভিশনকে নতুন নামকরণ করেছে ব্র্যাক ব্যাংক। এখন থেকে ব্যাংকটির করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন পরিচয়-করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং।

 

গত ১৬ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে করপোরেট ডিভিশনের অর্ধবার্ষিকী ব্যবসায়িক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং, তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে এ বছরের প্রথমার্ধে ডিভিশনটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। একের পর এক রেকর্ড সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অসাধারণ নৈপুণ্য ও নতুনত্ব দেখিয়েছে। যার ফলশ্রুতিতে ডিভিশনটির এ কৌশলগত রিব্র্যান্ডিং, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

কৌশলগত এ পরিবর্তনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ডিভিশন শুধুমাত্র করপোরেট হাউসগুলোতেই নয়, বরং এখন থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও করপোরেট ব্যাংকিং সেবা দেবে। এক্ষেত্রে এ ডিভিশন এ প্রতিষ্ঠানগুলোর ব্যাংকার হিসেবে নয়, বরং ব্যাংকিং অংশীদার হিসেবে কাজ করবে।  

গত ছয় মাসে ডিভিশনটির ক্রমোন্নত সেবার উৎকর্ষতা ও মান নিয়ে প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। তারা ডিভিশনের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী কর্মকর্তাদের পুরস্কার ও সম্মাননা দেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ