ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম স্বপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম স্বপন

ঢাকা: এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন।

শুক্রবার (৩০ আগস্ট) ব্যাংকের পুর্নগঠিত পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

 

এর আগে তিনি একই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।  

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সামাজ বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আর্জন করেন। তৈরি পোশাক খাতে তার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি টিভোলি অ্যাপারেলস লিমিটেড ও গ্যালাক্সি স্টিচ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি একজন সিআইপির সম্মান পেয়ে আসছেন। এছাড়া রিয়েল স্টেট ও অ্যাভিয়েশন সেক্টরে তার ব্যাপক দক্ষতা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।